BRAKING NEWS

অ্যাকাউন্টে নূ্যনতম ব্যালেন্স ও লেনদেনে গন্ডি বেঁধে দেওয়ায় এসবিআইয়ের ভূমিকায় বিষোদ্গার অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূ্যনতম ব্যালেন্স রাখা এবং প্রতিমাসে লেনদেনে গন্ডি বেঁধে দেওয়ায় এসবিআই’র ভূমিকায় বিষোদগার করেছেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি কটাক্ষের সুরে বলেন, এতদিন গ্রাহকরা পরোক্ষ কষ্ট পেতেন৷ এখন প্রত্যক্ষ কষ্ট পাচ্ছেন৷ তিনি ক্ষোভের সুরে বলেন, আমার জমানো অর্থ তুলতে দেওয়া হবে না, এমনকি নূ্যনতম ব্যালেন্স রাখতে হবে, এর মাধ্যমে গ্রাহকদের উপর জুলুম করা হচ্ছে৷ তিনি অর্থনীতিবিদদের উদ্ধৃতি দিয়ে বলেন, ব্যাঙ্ক গুলি ব্যবসা করলে ভালই ছিল৷ কিন্তু এখন তারা কি করছে তা বোঝা যাচ্ছে না৷
উল্লেখ্য, কয়েকদিন আগে এক নির্দেশিকা জারি করে এসবিআই জানিয়েছে, আগামী ১ লা এপ্রিল থেকে মাসে প্রতিটি একাউন্টে নূ্যনতম টাকা থাকা বাধ্যতামূলক৷ সোমবার এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, দেশের প্রতিটি মেট্রো শহরে সেভিংস একাউন্টে নূ্যনতম ৫ হাজার টাকা, অন্যান্য শহর এলাকায় ৩ হাজার টাকা এবং গ্রামীণ এলাকায় ২ হাজার টাকা নূ্যনতম রাখতে হবে৷ এরই সাথে প্রতি মাসে তিনটির বেশি লেনদেনের ক্ষেত্রে চার্জ লাগবে বলে জানিয়েছে এসবিআই৷
৫ বছর আগে সেভিংস একাউন্টে নূ্যনতম টাকা রাখার পদ্ধতি ছিল৷ ফের এই পদ্ধতি চালু হওয়ায় আগামী ১লা এপ্রিলের পর থেকে সারা দেশেই গ্রাহকরা হয়রানির মুখে পড়বে বলে ইতিমধ্যেই অসন্তোষ দেখা দিয়েছে৷ তার ওপর প্রতিমাসে লেনদেনের গন্ডি বেঁধে দেওয়ায় গ্রাহক অসন্তুষ্টি চরম আকার ধারণ করেছে৷ তাই কেন্দ্রীয় সরকার এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে৷ এদিন, অর্থমন্ত্রী ভানুলাল সাহা এসবিআই’র এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *