BRAKING NEWS

মাওবাদীদের সঙ্গে যোগাযোগ অধ্যাপকসহ ছয় দোষীর যাবজ্জীবন সাজা

মুম্বই, ৭ মার্চ (হি.স.) : মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখা সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি সাইবাবাসহ ছ’জন| মঙ্গলবার তাঁদের যাবজ্জীবন সাজা দিলেন গড়চিরোলি মুখ্য জেলা এবং দায়রা আদালতের বিচারক এসএস শিন্ডে| এর আগে অভিযুক্তদের বেআইনি কার‌্যকলাপ নিরোধক আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেন তিনি| সাইবাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার দাবি জানান সরকারি আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রশান্ত সত্যনাথন| তাঁর যুক্তি, বিকলাঙ্গ হলেও সাইবাবার নাশকতা সংগঠিত করতে পারেন| সাক্ষীদের বয়ান এবং অন্য অভিযুক্তরা মহেশ তিরকে এবং নারোতেও জানিয়েছেন রিভলিউশনারি ডেমোক্রাটিক ফ্রন্টের নেতা সাইবাবার লেখা চিঠি তাঁরা নানা জায়গায় পাঠাতেন| গোয়েন্দাদের সংগ্রহে থাকা ভিডিও থেকে সাইবাবা বলেছেন, নকশালবাড়ি জিন্দাবাদ| সাইবাবার আইনজীবী বিরুদ্ধ যুক্তিতে না গিয়ে যে কোনও পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত বলে জানান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *