BRAKING NEWS

ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নিল যুদ্ধজাহাজ আইএনএস বিরাট

মুম্বই, ৬ মার্চ (হি.স.) : টানা তিরিশ বছর পর ভারতীয় নৌবাহিনী থেকে অবসর নিল বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিরাট| সোমবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায় জানানো হয় আইএনএস বিরাটকে|
ব্রিটেনের রয়্যাল নেভিতে প্রথম আনা হয় এই যুদ্ধজাহাজকে| তখন এর নাম ছিল এইচএমএস হার্মিস| ১৯৮৭ সালে এই যুদ্ধজাহাজকে বাতিল করে দেয় রয়্যাল নেভি| তারপর ওই যুদ্ধজাহাজটিকে সাড়ে ৬ কোটি ডলার দিয়ে কিনে নেয় ভারতীয় নৌবাহিনী| তার পর থেকেই বঙ্গোপসাগর ও আরব সাগরে ভারতীয় জলসীমা পাহার দিচ্ছিল আইএনএস বিরাট| এখন ওই জাহাজ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে| রক্ষণাবেক্ষনের খরচ বাড়ছে দিনদিন| ফলে বিদায় দিতেই হচ্ছে বিরাটকে|
গত বছর জুলাই মাসে আইএনএস বিরাট শেষবারের মতো মুম্বই থেকে কোচি রওনা দেয়| অক্টোবরে ফের মুম্বই ফিরে আসে| দুনিয়ার সবচেয়ে পুরনো যুদ্ধজাহাজ হিসেবে ইতিমধ্যে গিনেস ৱুকে নাম উঠেছে বিরাটের| আইএনএস বিরাট অবসর নিলে ভারতের হাত থেকে দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ চলে যাবে| এর আগেই অবসর নিয়েছে আইএনএস বিক্রান্ত | প্রসঙ্গত, ২০১৩ সালে রাশিয়া থেকে ভারত কেনে বিমানবাহী যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গ্রোশকভ | ভারতীয় নৌবাহিনীতে আসার পর এটির নাম হয় আইএনএস বিক্রমাদিত্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *