BRAKING NEWS

অবশেষে মুম্বইয়ে জঙ্গি হামলার কথা স্বীকার করল পাকিস্তান

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স) : অবশেষে মুম্বইয়ে জঙ্গি হামলার কথা স্বীকার করল পাকিস্তান| খোদ পাকিস্তানের প্রাক্তন জাতীয় সুরক্ষা উপদেষ্টা মেহমুদ আলি দুরানি একথা স্বীকার করে বলেন, ২০০৮ মুম্বই হামলায় হাত রয়েছে পাকিস্তানেরই| সেদেশের একটি জঙ্গিগোষ্ঠী ওই হামলার সঙ্গে যুক্ত বলে তিনি জানান| সোমবার থেকে দিল্লির ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস কনফারেন্সে যোগ দিয়েছেন দুরানি| দুরানি বলেন, আমি ঘৃণার সঙ্গে স্বীকার করছি, ২৬-১১-র মুম্বই হামলা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর দ্বারাই হয়েছিল| এটা সীমান্ত পার সন্ত্রাসের বর্বর উদাহরণ|
আগে বহুবার ভারতের তরফে দাবি করা হয়েছে, ২০০৮-র মুম্বই হামলায় দায়ী লস্কর-ই-তইবা| তথ্যপ্রমাণ তুলে দেওয়া হয়েছে পাকিস্তানের হাতে| কিন্তু বারবার সেই দাবি নাকচ করেছে পাকিস্তান| বলা হয়েছে, তাদের দিক থেকে কোনও ধরনের হামলা হয়নি| এমনকি, জঙ্গি হানায় মদতও দেওয়া হয়নি| কিন্তু এই প্রথম পাকিস্তানের শীর্ষস্থানীয় কোনও সরকারি আধিকারিক স্বীকার করে নিলেন মুম্বই হামলার বীজ বোনা হয়েছিল সেদেশের মাটিতেই| শুধু তাই নয়, এই হামলায় সরাসরি পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জড়িয়ে রয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *