বেজিং, ৪ মার্চ (হি.স.) : দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সামরিক খাতে ৭ শতংশ ব্যয় বাড়াবে চিন| যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিরক্ষা খাতের রূপরেখা তৈরির কয়েকদিন যেতে না যেতেই চিন এই কথা ঘোষণা করল| শনিবার বেইজিংয়ে বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের (আইন সভা) বৈঠক সামনে রেখে সামরিক খাতে এই ব্যয় বাড়ানোর কথা ঘোষণা দেওয়া হয়েছে|
সাম্প্রতিক বছরগুলোতে চিন সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী করতে অর্থ ব্যয় করে আসছে| যদিও দেশের প্রতিরক্ষা বাজেট যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বাজেটের চেয়ে কম| পরপর দ্বিতীয় বছরের মতো চিনের সামরিক খাতে ব্যয় বাড়ছে|