BRAKING NEWS

ভুয়ো যাত্রী ও দালালরাজ আটকাতে আধার কার্ড বাধ্যতামূলক করতে চলেছে রেল

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স): ভুয়ো যাত্রী ও দালালরাজ আটকাতে তত্পর ভারতীয় রেল| অনলাইন টিকিটে আধার কার্ড বাধ্যতামূলক করতে ভাবনাচিন্তা করছে রেল| এর ফলে, দালালচক্রের মোকাবিলা করা সম্ভব হবে| এছাড়া প্রবীণ নাগরিকরা ছাড়ের সুবিধে পেতে চাইলেও লাগবে আধার কার্ড | আগামী ১ এপ্রিল থেকে চালু ওই নিয়ম|
রেলের এখক শীর্ষ আধিকারিক জানান, আইআরসিটিসি অনলাইন টিকিট ৱুকিং সাইটে একবার এই আধার নম্বর দিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হবে| লক্ষ্য, কেউ ভুয়ো নামে নথিভুক্তিকরণ না করতে পারে| ওই কর্তা জানান, এর জন্য বিশেষ সফটওয়্যারও তৈরি করা হচ্ছে| যার মাধ্যমে গোটা টিকিট কাটার প্রক্রিয়া হবে| এছাড়া আধার কার্ড লাগবে, টিকিট সংরক্ষণে প্রবীণ নাগরিকরা ছাড়ের সুবিধে পেতেও| আগামী ১ এপ্রিল থেকে প্রবীণ নাগরিকরা যাদি সংরক্ষণ চান, তাহলে তাঁদের আধার কার্ড বাধ্যতামূলকভাবে পেশ করতে হবে|
পাশাপাশি, নগদহীন টিকিট সিস্টেম গড়ার লক্ষ্যেও বিশেষ পরিকল্পনা রয়েছে রেলের| রেলে নগদের ব্যবহার কমাতে পিওএস (পয়েন্ট অফ সেলস) মেশিন এবং অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে| ক্যাশলেস টিকিটের জন্য দেশজুড়ে ৬ হাজার পিওএস মেশিন এবং ১ হাজার অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসানো হবে| এছাড়া, মে মাস নাগাদ বিশেষ টিকিট অ্যাপও চালু করা হবে| যেখানে, স্মার্টফোনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিট কাটা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *