১২ দফা দাবির ভিত্তিতে সিটু-র ধরনা

গুয়াহাটি, ২৬ ফেব্রুয়ারি, (হি.স.) : গুয়াহাটি মহানগরের শুক্ৰেশ্বরে সেন্টার অব ট্রেড ইউনিয়ন (সিটু)-এর এক ধরনা কর্মসূচি পালিত হয়েছে। শ্ৰম সংশোধন আইন, মধ্যাহ্ন ভোজন কৰ্মীদের মাসোহারা বাড়ানো-সহ ১২ দফা দাবির প্ররিপ্রেক্ষিতে সিটু ধরনায় বসে। তাদের ধরনায় সমর্থন জানিয়েছে রাজ্য কৃষক সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *