মেঘালয়ে সড়ক দূর্ঘটনায় হত ১৬, গুরুতর ৫০ জন

শিলং, ২৬ ফেব্রুয়ারী (হিঃসঃ)৷৷ মেঘালয়ে এক সড়ক দূর্ঘটনায় ১৬ জন মারা গিয়েছে৷ গুরুতরভাবে জখম হয়েছেন ৫০ জন৷ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মেঘালয়ের পশ্চিম খাসিপাহাড় জেলার সদর নংস্টয়েন থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে ডোহখ্রন গ্রামে৷
খবরে প্রকাশ, প্রত্যেক রবিবারের মতো এদিন সকালেও রবিবাসরীয় প্রার্থনী সম্মেলনে একটি ট্রাকে করে লংলাং গ্রামে অবস্থিত প্রেসবিটারিয়ান চার্চ পরিচালিত ‘সিনোদ’ এ যাচ্ছিলেন ধর্মপ্রাণ বহু মানুষ৷ কিন্তু, গ্রামের অতি কাছে এসে সেখানে সংস্থাপিত একটি ব্যারিকেডে ধাক্কা লাগলে ট্রাকটি লাগোয়া খাদে পড়ে যায়৷
খবর পেয়ে দলবল নিয়ে ছুটে যায় জেলা পুলিশ৷ তাঁরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দূর্ঘটনাগ্রস্ত ট্রাক থেকে ছিটকে পড়া মানুষজনকে উদ্ধার করেত নামে৷ এক এক করে ক্ষতবিক্ষত মানুষজনকে তুলে আনা হলে সঙ্গে সঙ্গে তাঁদের নিকটবর্তী হাসপাতালে এবং শিলং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এখানে ১৬ জনকে মৃত বলে ঘোষণা করেছেন ডাক্তাররা৷ বাকিদের চিকিৎসা চলছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *