মুম্বইয়ের পণ্যবাহী ট্রেনের তিনটি কামরা লাইনচু্যত, ট্রেন চলাচল ব্যাহত

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : সোমবার ভোরে মুম্বইয়ের ওয়াডালা ও জিটিবি নগর স্টেশনের মাঝে একটি পণ্যবাহী ট্রেনের তিনটি কামরা লাইনচু্যত হাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়| রেল সূত্রে খবর, মান্ডোলিগামী ট্রেনটি ওয়াডালা স্টেশন ছাড়ার পরেই তিনটি কামরা লাইনচু্যত হয়| ফলে সকাল থেকেই হারবার করিডরে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে| ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে যাত্রীরা নাকাল হন|

মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একে সিংহ বলেন, মালগাড়ি থেকে লাইনচু্যত হওয়া তিনটি কামরা আলাদা করে বাকি ৩৭টি কামরাকে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে| ইঞ্জিনিয়ার ও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছেন| যুদ্ধকালীন তত্পরতায় ট্রেন চলাচল শুরু করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *