বাতিল নোটে ৪৯ লক্ষ টাকাসহ চারজন গ্রেফতার

গাজিয়াবাদ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজেন্দ্রনগরে বাতিল হওয়া পাঁচশো ও একহাজার টাকার নোটে ৪৯ লক্ষ টাকাসহ  চারজনকে গ্রেফতার করল  পুলিশ| একটি গাড়িও আটক করা হয়েছে| পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তিরা দালাল মারফত পুরনো নোট বদল করার ছক করেছিল| তারা যখন সংশ্লিষ্ট দালালের জন্য অপেক্ষা করছিল সেই সময় তাদের গ্রেফতার করা হয়| অনাবাসী ভারতীয়রা এই চক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের অনুমান| এই ঘটনায় সিনিয়র পুলিশ সুপার দীপক কুমার বলেন, ধৃতদের মধ্যে অঙ্কুর নামে একজন দিল্লির পাঞ্জাবি বাগের বাসিন্দা, সঞ্জয় গাজিয়াবাদের সূর‌্যনগরের বাসিন্দা এবং দিলশাদ ও সেলিম খান পূর্ব দিল্লির সীমাপুরি অঞ্চলের বাসিন্দা| রাম মনোহর লোহিয়া পার্ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *