প্রতিমাসে গড়ে ১৮ জন নারী ধর্ষিতা হচ্ছেন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের নারীরা কতটা সুরক্ষিত তার একটি ভয়ানক চিত্র স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্যে ফুটে উঠেছে৷ জুলাই ২০১৬ থেকে জানুয়ারি ২০১৭ পর্যন্ত ৪৬৬টি নারী সংক্রান্ত অপরাধ সংগঠিত হয়েছে৷ তার মধ্যে ১২৮টি ধর্ষণ, ২টি গণধর্ষণ এবং ১৩৯টি পণ সংক্রান্ত অত্যাচারের ঘটনা ঘটেছে৷ তাছাড়াও পণ সংক্রান্ত বধূ হত্যার ঘটনা ঘটেছে ২৯টি৷ বিধানসভায় তারকা চিহ্ণবিহীন এক প্রশ্ণের উত্তরে স্বরাষ্ট্র দপ্তর এই তথ্য দিয়েছে৷

স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গড়ে প্রতিমাসে ১৮টি করে ধর্ষণের ঘটনা ঘটেছে৷ পণ সংক্রান্ত অত্যাচার গড়ে ২০টি করে ঘটনা ঘটেছে৷ শ্লীলতাহানির ঘটনা গড়ে ১৪টি করে ঘটেছে এবং গড়ে চারজন মহিলা প্রতিমাসে পণের বলি হচ্ছেন৷ এই তথ্য নিশ্চিতভাবে নারীরা এরাজ্যে সুরক্ষিত নন, তাই প্রমাণ করছে৷

বিধানসভায় দেওয়া তথ্যে দেখা গেছে ঐ সময়ে ১৩০টি ধর্ষণের ঘটনা ৬৮ জন নাবালিকা এবং ৪৭ জন অবিবাহিতা৷ তথ্য অনুসারে শ্লীলতাহানির ১০০টি এবং অপহরণের ৬৮টি ঘটনা ঘটেছে৷ এদিকে, উদ্বেগের বিষয় হল নারী সংক্রান্ত অপরাধের ঘটনায় অভিযুক্তদের মধ্যে ৪৯৩ জনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ তারা পলাতক বলে তথ্যে উল্লেখ করা হয়েছে৷
রাজ্যে নারীরা সুরক্ষিত এবং তাদের নিরাপত্তায় কোন ঘাটতি নেই বলে রাজ্য সরকার এবং শাসক দল ও তাদের সংগঠনগুলি প্রতিনিয়তই দাবি করে আসছে৷ বিরোধীরা নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ এনে প্রতিনিয়তই সুর চড়াচ্ছেন৷ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের আইন অমান্য আন্দোলনে নারীদের নিরাপত্তাহীনতার ইস্যুটিও ছিল৷ বিধানসভায় প্রাপ্ত তথ্যে বিরোধীদের সে অভিযোগ প্রতিষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে৷

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত জুলাইতে ২১টি, আগস্টে ২২টি, সেপ্ঢেম্বরে ১৯টি, অক্টোবরে ১৬টি, নভেম্বরে ১৫টি, ডিসেম্বরে ১৮টি এবং এবছর জানুয়ারিতে ১৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ এদিকে, গত জুলাইতে ২০টি, আগস্টে ২৮টি, সেপ্ঢেম্বরে ১৯টি, অক্টোবরে ২১টি, নভেম্বরে ২২টি, ডিসেম্বরে ১৫টি এবং এবছর জানুয়ারিতে ১৪টি পণ সংক্রান্ত অত্যাচারের ঘটনা ঘটেছে৷ পণ সংক্রান্ত বধূ হত্যার ঘটনা গত জুলাইতে ৫টি, আগস্টে ৪টি, সেপ্ঢেম্বরে ৩টি, অক্টোবরে ২টি, নভেম্বরে ৩টি, ডিসেম্বরে ৬টি এবং এবছর জানুয়ারিতে ৬টি ঘটেছে৷

প্রাপ্ত তথ্যে আরো জানা গেছে, ২০১৪ সালে ধর্ষণের ২৪০টি, শ্লীলতাহানির ৪৯২টি, পণ সংক্রান্ত অত্যাচার ৪৯৩, অপহরণ ১২৬টি এবং পণ সংক্রান্ত বধূ হত্যা ৬৪টি ঘটনা ঘটেছে৷ ২০১৫ সালে ধর্ষণের ২১৩টি, শ্লীলতাহানির ৩৫২টি, পণ সংক্রান্ত অত্যাচার ৩৪৮, অপহরণ ১৫২টি এবং পণ সংক্রান্ত বধূ হত্যা ৬১টি ঘটনা ঘটেছে৷

স্বাভাবিকভাবেই নারীদের নিরাপত্তায় স্বরাষ্ট্রদপ্তরের আরো গভীরভাবে চিন্তা করার এবং নারী সংক্রান্ত অপরাধ দমনে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ এরই পাশাপাশি নারী সংক্রান্ত অপরাধের পলাতক অভিযুক্তদের অবিলম্বে খোঁজে বের করার বিষয়ে পুলিশকে আরো দায়িত্বশীল হয়ে ওঠার প্রয়োজন রয়েছে৷ তা না হলে রাজ্যে নারীদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান সম্ভব হবে না বলে মনে করছে তথ্যভিজ্ঞমহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *