গ্যাংটক (সিকিম), ২৭ ফেব্রুয়ারি, (হি.স.) : নেশার ট্যাবলেট কারবারের সঙ্গে জড়িত সন্দেহে বমাল এক ব্যক্তিকে আটক করেছে সিকিম পুলিশ। ধৃতকে জনৈক কিশোরকুমার ঝা বলে শনাক্ত করা হয়েছে।
আজ সোমবার গ্যাংটক পুলিশের জনৈক আধিকারিক জানিয়েছেন, গতকাল সন্ধ্যারাতে এলাকায় যাতায়াতকারী গাড়িতে রুটিন তালাশির সময় বহু পরিমাণের নেশা ট্যাবলেট-সহ কিশোরকে আটক করা হয়েছে। থানায় এনে তার বিরুদ্ধে নারকোটিক আইনের ধারা বলে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হবে বলে জানান পুলিশ অফিসারটি।