অখন্ড ভারতকে ভেঙ্গে হিন্দুরাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে ঃ বাদল চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারী৷৷ দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রয়াসে রয়েছে বিজেপি৷ যার পেছনে রয়েছেন প্রধানমন্ত্রী খোদ৷ পাকিস্তানে যত মুসলীম রয়েছে তার চেয়ে বেশী মুসলীম রয়েছে ভারতে৷ পাঁচ কোটিরও বেশী বুদ্ধ ও খ্রীষ্ট ধর্মাবলম্বীরা রয়েছেন৷ ভারত সকল ধর্মের অখন্ড ভার৷ কারণ সকলেই ভারতীয়৷ কিন্তু অখন্ড ভারত গড়ার ক্ষেত্রে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কার্যত যুদ্ধ ঘোষণা করছে৷ তেলিয়ামুড়ায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতির রাজ্য সম্মেলনের প্রকাশ্য সভায় প্রধান বক্তার ভাষণে একথাগুলি বলেন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী৷ ২৫-২৬ ফেব্রুয়ারী দুই দিনব্যাপী চলা সংগঠনের রাজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বাদল চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুধীর সরকার, খোয়াইয়ের বিধায়ক বিশ্বজিৎ দত্ত সহ তেলিয়ামুড়া ও কল্যাণপুরের বিধায়করা৷ প্রকাশ্য জনসভা শুরু হওয়ার আগে শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ৷ স্বাগত ভাষণ দেন সংগঠনের সম্পাদক পরিতোষ দাস৷ শনিবার ও রবিবার দুই দিনব্যাপী এই রাজ্য সম্মেলনে গোটা রাজ্য থেকে প্রায় ৪৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ তেলিয়ামুড়াস্থিত চিত্রাঙ্গদা কলাক্ষেত্রের হল ঘরে অনুষ্ঠিত হয় সম্মেলন৷ সম্মেলনের প্রকাশ্য সভায় প্রধানবক্তা মন্ত্রী বাদল চৌধুরী কেন্দ্রের বিভিন্ন নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন৷ নাম না করে বাবরি মসজিদ ভাঙ্গার পর দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল  সেজন্য বিজেপিকে দায়ি করেছেন৷ তার পরেও তারা সাম্প্রদায়িকতার শ্লোগন তোলেছে বলে অভিযোগ করেন তিনি৷ তাঁর মতে কালোধন উদ্ধার নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ৷ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করলেও নতুন জাল নোট বাজারে ছেয়ে গেছে৷ কালো টাকার ৯০ শতাংশ বিদেশী ব্যাঙ্কে থাকলেও তা দেশে ফেরত আনতে পারেনি মোদি সরকার৷ প্রাকাশ্যে নামের তালিকাও আনতে পারেনি বলে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন মন্ত্রী বাদল চৌধুরী৷ তাঁর মতে অখন্ড ভারতকে ভেঙ্গে হিন্দুরাষ্ট্রে পরিণত করার যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে হবে৷ অখন্ড ভারত গড়তে হবে৷ অনুষ্ঠানে প্রধান বক্তা মন্ত্রী বাদল চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিকও৷ এই জনসভায় প্রচুর সংখ্যায় সিপিএম কর্মী সমর্থক উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *