চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): রাজনৈতিক টানাপোড়েন ভুলে আম্মার জন্মদিনে মাতল তামিল জাতি| ১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রাম| শুক্রবার ছিল আম্মার ৬৯ তম জন্মবার্ষিকী| এদিন গোটা তামিলনাড়ু জুড়ে আম্মার ৬৯ তম জন্মবার্ষিকী পালিত হয়|
এআইএডিএমকে-র তরফে এদিন বিবৃতিতে জানানো হয়েছে, জয়ললিতার জন্মবার্ষিকী উদযাপন করার জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক জনসভা করা হবে দলের তরফে| প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ডিসেম্বর ৬৮ বছর বয়সে প্রয়াত হন আম্মা|
2017-02-24