২০১৬-১৭ অর্থ বছরের অতিরিক্ত আর্থিক ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ ২০১৬-১৭ আর্থিক বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে৷ অর্থ মন্ত্রী ভানুলাল সাহা ২৪২৫ কোটি ৮৯ লক্ষ ৪৫ হাজার টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব অনুমোদনের জন্য বিধানসভায় পেশ করেছিলেন৷ আলোচনার পর অতিরিক্ত ব্যয় বরাদ্দের উপর বিরোধী দলের আনা ছাঁটাই প্রস্তাবগুলি ধবনি ভোটে বাতিল হয়ে যায়৷
বিরোধী দলের সদস্যদের আনা ছাঁটাই প্রস্তাবগুলির উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় আরক্ষা কর্মীদের আবাসন, পানীয় জলের ব্যবস্থা এবং বিভিন্ন পরিকাঠামো নির্মাণের কাজ চলছে৷ এই কাজগুলো শেষ করার জন্যই অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন৷ স্বাস্থ্য ও পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী ছাঁটাই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে রাজ্যের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির যন্ত্রপাতি চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এ জন্য হায়দ্রাবাদস্থিত একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ জাতীয় স্তরে দরপত্র আহ্বান করেই এই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ এই সংস্থা দায়িত্ব নেওয়ার পর ৮৪০ টি যন্ত্রপাতি মেরামত করা হয়েছে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে মোট ৮২৪২টি যন্ত্রপাতি রয়েছে৷ আগামী ৩১ মার্চের মধ্যে অচল যন্ত্রপাতিগুলি চালু হবে৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহা বলেন, অতিরিক্ত আর্থিক দাবীর যে প্রস্তাব রাখা হয়েছে তার যৌক্তিকর্তা আছে৷ অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর ছাঁটাই প্রস্তাব এনে আলোচনা করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *