গুয়াহাটি, ২৩ ফেব্রুয়ারি, (হি.স.) :বুধবার সন্ধ্যা থেকে ৭০ কিলোমিটার বেগে ধাবিত ঘূর্ণিঝড়, সঙ্গে শিলাবৃষ্টিপাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত বিশেষ করে উজান, মধ্য ও উত্তর অসমে এক স্কুল ছাত্রীর পাশাপাশি দু-জনের মৃতু্য ছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| উজান অসমের শিবসাগর, যোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া জেলায় গতকাল রাতে ধারা বর্ষণের পাশাপাশি প্রচণ্ড ঘূর্ণিঝড়ে অঞ্চলের মার্ঘেরিটা, জাগুন, লিডু, পেঙেরি, লেখাপানি, বরগলাই, ফিলোবাড়ি, পানিতলা, বকাবাম, ডাঙরি, টিংখাঙের বিস্তীর্ণ এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে|
তিনসুকিয়া জেলার পেঙেরি এলাকার এক নম্বর টকৌ গ্রামের মাধ্যমিক পরীক্ষার জনৈক ছাত্রী ১৬ বছরের পুনম নেওয়ার মর্মান্তিক মৃতু্য হয়েছে| তার বসতঘরের উপর একটি প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে এই ঘটনা ঘটেছে বলে খবর| প্রাকৃতিক এই দুর্যোগের ফলে জেলার বহু অঞ্চলে গাছ-গাছালি ভেঙে পড়ায় বিদু্য পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে| অসংখ্য মানুষের বসতঘর ঝড়ের ঝাপটায় উড়ে গেছে বলেও খবর পাওয়া গেছে|
এদিকে নাহরকাটিয়ার জয়পুরেও ঘূর্ণিঝড়ের ফলে বিমল গুপ্ত নামের এক ব্যক্তির মৃতু্য হয়েছে| টিংখাং অঞ্চলেও বহু বাড়িঘরের বিস্তর ক্ষতি হয়েছে| তাছাড়া মধ্য অসমের নগাঁও জেলার রূপহীহাটে গতকাল রাতের ঝড়ো বৃষ্টি তাণ্ডবলীলা চালিয়েছে| প্রলয়ংকরী এই দুর্যোগে বহু বাড়িঘর তছনছ করার পাশাপাশি অসংখ্য গাছ-গাছালি, বিদু্যতের খুঁটি উপড়ে ফেলে বিস্তর ক্ষতি সাধন হয়েছে| জেলার সাইদরিয়া, শিঙিমারি, গড়াজান, তারাবাড়ি, লাওখোয়া, লাইলুড়ি, কাওইমারি, বরমা, গেরুয়াটি, জিউমারি প্রভৃতি অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব ছিল ব্যাপক| এতে খেতখামারেরও বিস্তর ক্ষষ়ক্ষতি হয়েছে| তেজপুরে ঝড়োবৃষ্টির তাণ্ডবে ভেঙে পড়েছে ভ্রাম্যমান নাট্যদল রাজতিলক থিয়েটারের প্যান্ডেল| তেজপুরের জয়মতি ময়য়দানে অস্থায়ী প্যান্ডেলে চলছিল নাট্যপালা| এ ঘটনায় বেশ কয়েকজন নাট্য-দর্শক ঘায়েলও হয়েছেন|
2017-02-23