করিমগঞ্জ (অসম), ২১ ফেব্রুয়ারি, (হি.স.) : ইংরেজি বছরের প্রথম ঝড়-তুফানের সঙ্গে মুষলধারে বৃষ্টিপাতের দরুন করিমগঞ্জের পাথারকান্দি সার্কলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবরে প্রকাশ। গতকাল সোমবার রাতের ঝড়ো তাণ্ডবে বহু বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেছে।
এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বিস্তীর্ণ অঞ্চলে ঘোর তমানিশার সৃষ্টি হয়েছে। বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে। কবে পর্যন্ত বিদ্যুৎ পরিষেবায় স্বাচ্ছন্দ্য আসবে তা সঠিক বলতে পারছে না সংশ্লিষ্ট বিভাগ। রাস্তাঘাটে গাছ-গাছালি পড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়ে পড়েছে বলে খবর।
2017-02-21