নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের লৌহ মানবী ইরম শর্মিলা চানুর দলকে ৫০ হাজার টাকা অনুদান দিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল । রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চানুর রাজনৈতিক দল ‘পিপল’স রির্সাজেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (পিআরজেএ)’ -কে ৫০ হাজার টাকার অনুদান দেন।পিআরজেএ মণিপুরের প্রথম আঞ্চলিক রাজনৈতিক দল যারা রাজ্যের নির্বাচনে লড়ছে।
এদিন টুইটারে পিআরজেএ-কে আর্থিক অনুদান দেওয়ার কথা জানিয়ে জনসাধারণের কাছে চানুর দলকে সাহায্য করার আবেদন জানান আপ সুপ্রিমো। টুইটারে কেজরিওয়াল বলেন, ‘আমি পিআরজেএকে ৫০ হাজার টাকার ছোট্ট অনুদান দিলাম। এই দলকে সর্মথন করার জন্য আমি সকলকে আবেদন করছি।’
প্রসঙ্গত, ১৬ বছর অনশনের পর চানু নিজের রাজনৈতিক দল পিআরজেএ গঠন করেন। এই দলের হয়েই মণিপুরে নির্বাচনে তিনি লড়ছেন। পিআরজেএ দলের লোকশক্তি ও তহবিলে টাকা কম থাকায় এই দল ইতিমধ্যেই সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে তহবিলে টাকা দেওয়ার জন্য অনুরোধ করেছে সমাজের সর্বস্তরে। নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে সাইকেল।
পিআরজেএ সূত্রে জানা গিয়েছে, ‘টেন ফর আ চেঞ্জ’ এই শ্লোগান–এর মাধ্যমেই পিআরজেএ অনলাইনে তাঁদের সমর্থন করার জন্য অনুরোধ করেছে। ইতিমধ্যেই এই দল ৪.৫ লক্ষ টাকার তহবিল সোশ্যাল নেটওর্য়াকিং–এর মাধ্যমে সংগ্রহ করেছে।
2017-02-19