নয়াদিল্লি ও শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : কাশ্মীর ইসু্যতে সেনাপ্রধানের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর| পাথর ছুঁড়ে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযানে বাধা দিলে কঠোর সাজা হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| বৃহস্পতিবার এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাফ কথা, পাথর ছোঁড়া লোকজনের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত| জাতীয় স্বার্থ সবার আগে| যারাই জাতীয় স্বার্থবিরোধী কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই| সেইসঙ্গে তাঁর সংযোজন, সেনাপ্রধান যা বলেছেন, জাতীয় স্বার্থেই বলেছেন| কোনও ভুল নেই| তাঁর কথার অপব্যাখ্যা করার কোনও প্রয়োজন নেই|
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুটি পৃথক জঙ্গি দমন অভিযানে সংঘর্ষে এক মেজর সহ চার সেনা জওয়ান প্রাণ হারান| খতম হয় ৪ জঙ্গিও| সেই প্রেক্ষাপটেই গতকাল কঠোর মনোভাব প্রকাশ করেন জেনারেল রাওয়াত| তিনি বলেন, স্থানীয় যেসব মানুষ জঙ্গি দমন অভিযানের সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে সন্ত্রাসবাদীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, তাদেরও জঙ্গিদের সহযোগী, দেশবিরোধী বলে ধরে কঠোর পদক্ষেপ করা হবে | তাঁর এই মন্তব্যের সমালোচনা হলে সেনাপ্রধানের হয়েই সওয়াল করলেন রিজিজু|
2017-02-17