দিল্লির শাহদারা মেট্রো স্টেশনে আত্মহত্যা ব্যক্তির, ব্যস্ত সময়ে দুর্ভোগ

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির শাহদারা মেট্রো স্টেশনে চলন্ত মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি| বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে| ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে ব্যহত হয় মেট্রো চলাচল| দুর্ভোগে পড়েন অসংখ্য সাধারণ মানুষ| মেট্রো রেল সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম হল মনোজ কে বর্মা| সকাল ১০টা নাগাদ শাহদারা মেট্রো স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি| ঘটনাস্থলেই তাঁর মৃতু্য হয়|
কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখা হচ্ছে| মেট্রো রেল সূত্রের খবর, প্রায় মিনিট ১৫ পরে ফের স্বাভাবিক হয় মেট্রো চলাচল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *