বই বিক্রি নিষিদ্ধ করার দাবীতে ধুন্ধুমার বইমেলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ একটি বই বিক্রি বন্ধ করার দাবী ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় উমাকান্ত মাঠে বইমেলায় তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে৷ যদিও পরে মেলা কমিটি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ কিছু সময়ের জন্য বইমেলা প্রাঙ্গনে ধুন্ধুমার কান্ড ঘটে গিয়েছে৷

সংবাদে প্রকাশ কলকাতার ‘প্রোগ্রেসিভ পাবলিসার্স’ নামক প্রকাশনা সংস্থা বইমেলায় স্টল খুলেছে৷ এই স্টলে সিদ্ধার্থ গুহরায়ের লেখা ‘কাশ্মীর’ নামক বইটির বিক্রি বন্ধ করার দাবীতে সরব হল বিবেকানন্দ সেনা সমিতি৷ সমিতির কর্মকর্তারা এদিন বইমেলা প্রাঙ্গনে গিয়ে বইটির বিক্রি বন্ধ করার দাবী জানায়৷ সেই সঙ্গে স্টল বন্ধ করার জন্য প্রকাশনা সংস্থার কর্মকর্তাদের হুমকি দেন৷ প্রকাশনা সংস্থার কর্মকর্তারা ঐ দাবী না মানায় বিবেকানন্দ সেনা সমিতির কর্মকর্তারা স্টলের ঝাপ ফেলে দেয়৷ তাতেই উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়৷ পরবর্তী সময়ে মেলা কমিটির কর্মকর্তারা এবং পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ জানা গিয়েছে, এই সমিতি আরএসএস এর সমর্থিত৷ প্রকাশনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মজুত রাখা সবগুলি বই বিক্রি হয়ে গিয়েছে৷ আগামীকাল কলকাতা থেকে আরও বই আনা হবে৷

এদিকে, এদিনের এই ঘটনার নিন্দা জানিয়েছেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি জানান, কলকাতার প্রকাশনা সংস্থা ‘প্রোগ্রেসিভ পাবলিশার্স’ এর স্টলে সিদ্ধার্থ গুহরায়ের ‘কাশ্মীর’ নামক বইটির বিক্রয় নিয়ে বিজেপি সমর্থক একদল ছাত্র যুবক অশান্তি সৃষ্টির চেষ্টা করে৷ তারা এই বইটি বিক্রয় নিষিদ্ধ করার দাবী জানাতে থাকে৷ স্টলটি বন্ধ করে দিতে চায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে মেলায় এক অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়৷ মেলায় আসা শুভবুদ্ধি সম্পন্ন পাঠকরা এই ঘটনার প্রতিবাদ জানান৷ বইমেলার পরিচালন কমিটির হস্তক্ষেপে এবং নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

বইমেলা পরিচালন কমিটির চেয়ারম্যান তথা তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের অরাজকতাকে বরদাস্ত করা হবে না৷ কঠোর হস্তে এর মোকাবিলা করা হবে৷ তিনি বলেন, বইমেলা আমাদের মননের উৎসব৷ প্রাণের মেলা৷ এখানে এ ধরণের অসহিষ্ণুতার প্রকাশ বাঞ্চনীয় নয়৷

এবিষয়ে প্রোগ্রেসিভ পাবলিশার্সের পক্ষ থেকে জানানো হয় যে, ১৯৯৮ সালে বইটি প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই বইটি বিক্রয়ের উপর কোথাও কোন ধরনের আপত্তি বা বাধা আসেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *