দেবীপুরের আশ্রম টিলায় পানীয় জলের জন্য হাহাকার

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১২ ফেব্রুয়ারি৷৷ দেবীপুর পঞ্চায়েতের অধীন আশ্রম টিলায় পানীয় জলের সংকটে ভুগছেন আশ্রম টিলার জনগণ৷ জানা যায়, দীর্ঘ অনেক বছর যাবৎ দেবীপুর পঞ্চায়েতের ১নং ওয়ার্ডের আশ্রম টিলার জনগণেরা পানীয় জলের সমস্যায় ভুগছেন৷ এই পাড়ার লোকজন দীর্ঘ এক কিলোমিটার পথ পায়ে হেঁটে পানীয় জলের সন্ধানে যেতে হয়৷ সে ১ কিলোমিটার  পথ পায়ে হেঁটে সেখানে ১টি স্লাপাই পয়েন্ট৷  এই  পয়েন্ট থেকে  পানীয় জল সংগ্রহ করতে হয় তাদের৷ আশ্রম টিলায় ১নং ওয়ার্ডে ১৫ থেকে ২০ পরিবারের লোকেরা সে পানীয় জলের সমস্যায় ভুগছে৷  এলাকার পঞ্চায়েতে অনেকবার পানীয় জলের সমস্যা বিষয়টি জানিয়েছে ১নং ওয়ার্ডের লোকেরা৷ কিন্তু পঞ্চায়েত প্রধান উপপ্রধান এই বিষয়টি নিয়ে কোনরকমের হেলদোল ছিল না৷ নির্বাচন আসলে প্রত্যেকবার এ ১নং ওয়ার্ডের পানীয় জলের ব্যবস্থা করে দেবে বলে  জানার পঞ্চায়েতের সদস্যরা৷ সে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে যায়৷ তখন তাদের পানীয় জলের সমস্যার কথা ভুলে যায়৷ এই ভাবে কেটে যায় অনেক নির্বাচন৷ কিন্তু দেবীপুর পঞ্চায়েতের আশ্রম টিলার লোকজনের পানীয় জলের সমস্যা মিটে নাই৷ নাই আশ্রম টিলার বিদ্যুৎ৷ বর্তমান রাজ্যের উন্নয়ন হচ্ছে৷ কিন্তু কিছু কিছু জায়গা এখনো অউন্নত হয়ে আছে৷ জল নেই, বিদ্যুৎ নেই, রাস্তা নেই৷ রাজ্য সরকার উন্নয়নের বন্যা বয়ে দিচ্ছে৷  কিসের উন্নয়ন বলেছে সরকার৷ ১নং ওয়ার্ডের লোকেরা জানিয়েছেন৷ যদি তাদের পানীয় জল ও বিদ্যুতের ব্যবস্থা না করা হয়৷ তাহলে আগামীদিন এই আশ্রমটিলার জনগণ বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *