সুরাট, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): সুরাটের উমারবাদ কলোনিতে দু’টি বাড়ির মধ্যে সংযোগকারী স্ল্যাব ভেঙে মৃতু্য হল ৩ জন মহিলার| মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন| তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর| স্ল্যাব ভেঙে মৃত ৩ মহিলার নাম হল রিজয়ানাবানু সৈয়দ, জামিলাবি এবং শামিমা শেখ|
পুলিশ ও দমকল আধিকারিকরা জানিয়েছেন, সোমবার মধ্যরাতে উমারবাদ কলোনিতে ভেঙে পড়ে দু’টি বাড়ির মধ্যে সংযোগকারী স্ল্যাব| ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে সেই সময় স্ল্যাবের নিচে প্রায় ৩০ জন মানুষ উপস্থিত ছিলেন| আচমকা স্ল্যাব ভেঙে পড়ায় ৩ জন মহিলার মৃতু্য হয়েছে| আহত অবস্থায় কমপক্ষে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে|
2017-02-13