গুয়াহাটি, ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : ওদালগুড়ির কলাইগাঁও থানার চেঙাপাড়ায় জনৈক বকুল রাভা (৩৫) ও তাঁর পত্নী মল্লিকা ডেকা (সরু রাভা) (২৫)-কে গুলি করে আগুনে পুড়িয়ে খুনের ঘটনার পিছনে আলফা-স্বাধীনের হাত রয়েছে বলে মনে করছে রাজ্য পুলিশ। রাজ্যের পুলিশপ্রধান (ডিজিপি) মুকেশ সহায় এ সম্পর্কে জানিয়েছেন শুক্রবার রাতে কলাইগাঁও অঞ্চলে এক দরিদ্র দম্পতি বকুল রাভা ও মল্লিকার ঘরে গুলিবৰ্ষণ করে তাতে অগ্নিসংযোগ করেছিল অজ্ঞাতপরিচয় দুৰ্বৃত্ত। ঘটনার প্রাথমিক তদন্তে এর পিছনে আলফা-স্বাধীনের হাত রয়েছে বলে তিনি সন্দেহ ব্যক্ত করেছেন। অসমের প্রথমসারির উগ্রপন্থী সংগঠন আলফা-স্বাধীনের ধারণা, এই দম্পতি তাদের বিরুদ্ধে নানা সময় পুলিশের কাছে ইনফর্মেশন দিতেন। এই সন্দেহের বলেই আলফা-স্বাধীন গরিব দম্পতিদের মর্মান্তিক মৃত্যুদণ্ড দিয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ওদালগুড়ির কলাইগাঁও এলাকায় জনৈক বকুল রাভা (৩৫) ও তাঁর পত্নী মল্লিকা ডেকা (সরু রাভা-২৫)-কে শুক্রবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ গুলি করে আগুনে পুড়িয়ে খুন করেছে কোনও অজ্ঞাত দুষ্কৃতী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবেশীরা জানিয়েছেন, এ দিন রাতে আচমকাই বকুল রাভার ঘরে প্রায় আধঘণ্টা জুড়ে গুলিবর্ষণ হতে থাকে। এর পর তাঁরা দেখেন তাদের ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকাটি জঙ্গি প্রভাবিত বলে কেউই বাড়ির বাইরে বেরোতে সাহস করেননি। কিন্তু শনিবার সকালে একে একে বাড়ির বাইরে এসে বকুলের ভস্মীভূত বাড়িতে দুটি সম্পূর্ণ পোড়া কঙ্কাল দেখেন তাঁরা। এই দুটি কঙ্কাল যে বকুল ও তার পত্নী সরুর তা আর বুঝতে কারোর বাকি থাকেনি। ঘটনাস্থল থেকে ২৮ রাউন্ড একে ৪৭ রাইফেলের খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
2017-02-12