নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ সারা রাজ্যে জেলা সদরে সাত দফা দাবীর ভিত্তিতে আইন অমান্য আন্দোলন সংগঠিত করবে যুব কংগ্রেস৷ আগামী ১৭ ফেব্রুয়ারী সকাল ১১টায় একযোগে সবগুলি জেলায় এই আন্দোলন সংগঠিত করা হবে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্ত্তী একথা জানিয়েছেন৷ তিনি জানান, ১৭ ফেব্রুয়ারী মহাকরণের সামনে আইন অমান্য আন্দোলন সংগঠিত করবে সদর জেলা যুব কংগ্রেস৷ এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলিতে এই আন্দোলন সংগঠিত করা হবে৷ মূলতঃ বিমুদ্রাকরণের পরিপ্রেক্ষিতে দেশবাসীর স্বার্থে কংগ্রেস সহ সভাপতির পাঁচ দফা প্রশ্ণ ও এর জবাবের দাবী সহ চিটফান্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত সহ যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবীতেই আইন অমান্য আন্দোলন করা হবে৷
2017-02-11