তুরস্কে ধৃত দুই সন্দেহভাজন আইএস জঙ্গি

terroistইস্তানবুল,১১ ফেব্রুয়ারি (হি.স.): ইউরোপে হামলা চালানোর আগেই তুরস্ক পুলিশের জালে ধরা পড়ল দুই সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি| ধৃত দুই সন্দেহভাজন আইএস জঙ্গির নাম হল মাহমদ লাবান (৪৫) এবং মহম্মদ তেফিক সালেহ (৩৮)| ধৃত দুই সন্দেহভাজন জঙ্গিকে দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ|

এর আগে সালেহ-র স্ত্রী সুইডিশ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তঁার স্বামী তুরস্ক থেকে সিরিয়া গিয়ে ২০১৪ সালে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনে যোগ দান করেছেন| এরপরই তদন্তে নেমে সালেহকে গ্রেফতার করে তুরস্ক পুলিশ| তদন্তে নেমে মাহমদ লাবানকেও গ্রেফতার করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *