জাল সই করে মায়ের অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা হাতিয়েছিল, জেরায় স্বীকারোক্তি উদয়নের

crimeeeবাঁকুড়া, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : আকাঙ্খা খুনে অভিযুক্ত উদয়নকে জিজ্ঞাসাবাদ করে  পুলিশের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠেছে| শুক্রবার দিনভর জেরা করে উদয়নের ব্যবহার করা একটি ল্যাপটপের কথা জানতে পারেন তদন্তকারীরা| উদ্ধার করা হয় একটি ল্যাপটপ| দেখা গিয়েছে ল্যাপটপে আমেরিকার স্টিকার লাগানো আছে| মনে করা হচ্ছে উদয়ন আমেরিকায় থাকার যে গল্প ফেঁদেছিল তা প্রমাণ করতে উদায়ন এই স্টিকারকে ব্যবহার করে| সূত্রের খবর, জেরাতে আকাঙ্খাকে খুনের কথা সে পুলিশের কাছে স্বীকার করেছে| জেরা করে পুলিশ জানতে পেরেছে, বাবা ও মায়ের টাকা লোপাট করতে ৭২ বার সই জাল করেছে উদয়ন| আর জাল সইয়ের মাধ্যমে ৫ বছরে সে ৫০ লাখ টাকা হাতিয়েছিল| গ্রেফতার হওয়ার আগে আরও ১৯ লাখ টাকা হাতানোর পরিকল্পনা করেছিল উদয়ন| পুলিশ জানিয়েছে, উদয়নের হাতের লেখা বিভিন্ন কাগজ গ্রাফোলজি এক্সপার্টের কাছে পাঠানো হবে| জেরাতে আরও তথ্য উঠে আসবে বলে আশাবাদী পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *