বাসের ধাক্কায় মরণাপন্ন বাইক চালক, জনতার পথ অবরোধ গৌরাঙ্গটিলায়

Khowai Accidentনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ফেব্রুয়ারি ৷৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা৷ ভয়াবহ যান দুর্ঘটনা ঘটল গৌরাঙ্গটিলা এলাকায় খোয়াই-কল্যানপুর সড়কে৷ এই দুর্ঘটনার জেরে ঘন্টাখানেক রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷ এদিন বেলা ১২টা নাগাদ খোয়াইয়ের দিক থেকে আসা টিআর০৬-১২১১ নম্বরের বাসের ধাক্কায় টিআর০৬-৭৬৭০  নম্বরের বাইকের চালক গুরুতর জখম হন৷ বাইক চালকের নাম তপন সরকার৷ বাড়ী কল্যানপুর থানাধীন ঘিলাতলী এলাকায়৷ আহত অবস্থায় তপন সরকারকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি স্থানান্তরিত করা হয়৷ প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় এলাকাবাসীর অভিযোগের নিশানায় উঠে আসে রাস্তার বেহাল অবস্থার করুন চিত্র৷ আর একরানেই যান দুর্ঘটনা উত্তোরত্তোর বৃদ্ধি পাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন আম জনতা৷ এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী৷ যদিও উক্ত দূর্ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষন চলে পথ অবরোধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *