নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ বুধবার রাত্রি মাঝ রাতে আনুমানিক সোয়া দুইটা নাগাদ উদয়পুর পালাটানা বাজারে এক বিধবংসী অগ্ণিকান্ডে ৩০ টি দোকান ভস্মীভূত হয়৷ কাঁকড়াবন ও উদয়পুরের পাঁচটি দমকলের কর্মীরা পাশাপাশি বাজারের ব্যবসায়ী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এইদিকে ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ রানী বিদ্যুৎ অফিসের খামেখেয়ালীপনার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক দেরী হয়৷ তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ তবে ধারনা করা হচ্ছে মিষ্টি দোকানের বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত৷ পুলিশের সূত্রে জানাগেছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি টাকা৷
2017-02-10