নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ এডিসি এলাকায় বন্ধে সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়ে এর জন্য শাসক দল সিপিএমকে দায়ী করেছে বিজেপি রাজ্য কমিটি৷ এক প্রেস বিবৃতিতে বিজেপি রাজ্য কমিটি বলেছে,বুধবার ত্রিপুরার তিনটি জনজাতি ভিত্তিক রাজনৈতিক দল আহত এডিসি বন্ধকে কেন্দ্র করে ধলাই জেলার গন্ডাছড়া এবং মাছলি এলাকায় অনভিপ্রেত এবং ধিক্কার জনক ঘটনা সংগঠিত হয়েছে৷ ভারতীয় জনতা পার্টি এই বন্ধের নীতিগত ভাবে সমর্থন করে না৷ কিন্তু গণতন্ত্রের টুটি চেপে ধরার তীব্র নিন্দা জানায়৷
বিবৃতিতে আরো বলা হয়েছে, এদিন আনুমানিক সকাল ১১টা নাগাদ বন্ধ আহ্বানকারী পিকেটারদের উপর স্থানীয় সিপিএম বিধায়ক ললিত ত্রিপুরার নেতৃত্বে একদল ক্যাডার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করে৷ এতে প্রায় ২৫ জনেরও বেশী পিকেটার মারাত্মকভাবে আহত হয়৷ ভারতীয় জনতা পার্টি দিবালোকে হিংস্র মার্কসবাদী হায়ানাদের বর্বর এবং কাপুরুষোচিত আক্রমণের নায়ক বিধায়ক ললিত ত্রিপুরা সহ অন্যান্য সাকরেদদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবী জানাচ্ছে৷
দলের পক্ষ থেকে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিজেপি মনে করে এর আগেও গতবছর ২৩শে আগষ্ট রাজধানীর বুকে ঘটে যাওয়া ঘটনার পিছনে শাসক দলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষা উস্কানী মূলত দায়ী৷ এই সমস্ত ঘটনা ত্রিপুরার আদিবাসী সমাজের বিরুদ্ধে শাসক দলের এক গভীর চক্রান্ত৷ আজ থেকে মাস দুয়েক আগে বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি চাঁন মোহন ত্রিপুরা নৃশংসভাবে খুন হন৷ তখনও দলের পক্ষ থেকে ললিত ত্রিপুরাকে মাষ্টার মাইন্ড হিসাবে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়৷ আজ অবধি মূল খুনীরা গ্রেপ্তার হয়নি৷ বিজেপি সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের এহেন ফ্যাসিবাদী ভয়ংকর চেহারা গোটা দেশবাসীর সামনে তুলে ধরা হবে এবং রাজ্যজুড়ে আগামীদিনে এহেন ঘটনার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে৷
বন্ধের দিন মনুর মাছলি এলাকায় বিজেপি যুব মোর্চার জেলা সদস্য নির্মল মালাকার এবং মন্ডন সম্পাদক চন্দন রায়ের উপরে শাসকদলীয় দুসৃকতি তথা সিপিএমের অঞ্চল সম্পাদক কানু দেবনাথের নেতৃত্বে আক্রমণ করা হয়৷ পার্টির পক্ষ থেকে গ্রেপ্তারের দাবী জানিয়ে কানু দেবনাথের নামে মামলা করা হয়েছে৷ পার্টি এই শাসক দলীয় দুসৃকতিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছে৷
2017-02-09