গোলাঘাট (অসম), ০৯ ফেব্রুয়ারি, (হি.স.) : ক্রিমির ওষুধ খেয়ে ৪০জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে গোলাঘাটে। অসুস্থ ছাত্ৰছাত্ৰীদের স্থানীয় সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। ৫ নম্বর বালিকা প্ৰাথমিক বিদ্যালয়ে ঘটেছে এই ঘটনা।
উল্লেখ্য, গতকাল সংশ্লিষ্ট স্কুলে ক্রিমি নাশক সরকারি ওষুধ খাওয়ানো পড়ুয়াদের। ওই ওষুধ খাওযার পর রাত থেকে তাদের পেটের গণ্ডগোল সঙ্গে দাস্ত ও বমির উপসর্গ দেখা দেয়। কেউ নিজেরা নিকটবর্তী ফার্মাসি থেকে ওষুধ নিয়ে এসে রোগীদের খাইয়েছিলেন। কিন্তু অসুখের উপসম না হয়ে তা আজ বিষম রূপ ধারণ করে। ইত্যবসরে এক এক করে চল্লিশটি শিশু পড়ুয়া রোগের প্রবল কোপে পড়লে তাদের এনে হাসপাতালে ভরতি করা হয়েছে।
ডাক্তাররা জানিয়েছেন, ক্রিমির ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ফলেই তারা এমন দাস্ত ও বমিজনিত অসুখে আক্রান্ত হয়েছে। চিকিৎসা চলছে। তারা খুব শীঘ্রই সুস্থ বাড়ি ফিরবে।
2017-02-09