৮ দিনের পুলিশি হেফাজতে উদয়ন, তিনটি খুনে অভিযুক্তকে লক্ষ্য করে ইটবৃষ্টি

lock-upবাঁকুড়া, ৭ ফেব্রুয়ারি (হি.স.): আকাঙ্খা শর্মা খুনের ঘটনায় ৮ দিনের পুলিশ হেফাজত হল উদয়ন দাসের| প্রেমিকা আকাঙ্খা, নিজের বাবা-মাকে খুন করেও নির্লিপ্ত উদয়নকে ছত্তিশগড়ের রায়পুর থেকে সোমবার রাতে বাঁকুড়া নিয়ে আসা হয়| মঙ্গলবার উদয়নকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়| এদিন আদালতে তোলা হলে উদয়নকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক| এদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখায় সিপিএমের মহিলা সমিতি| উদয়নকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতা| সরকারি আইনজীবী দাবি করেছেন, ‘উদয়ন যে অপরাধ ঘটিয়েছে, তা ব্যতিক্রমী ঘটনা|’ উদয়নের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগও যুক্ত করেছে পুলিশ|
সোমবার রাতে বাঁকুড়ায় নিয়ে আসার পর উদয়নকে রাখা হয় লকআপে| পুলিশ সূত্রের খবর, থানায় আনার পর থেকেই রাতে মাছ-ভাত খাওয়ার আবদার করে উদয়ন| যদিও ‘খুনি’ উদয়নের এই বায়না মানেনি পুলিশ| রাতে ভাত, ডাল এবং বাধাকপির তরকারি খেতে দেওয়া হয় উদয়নকে|