নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ ফেব্রুয়ারি৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশালগড় পুলিশ আধিকারিক তথা প্রবীর পাল সহ বিশাল পুলিশ টিএসআর, বিএসএফ বাহিনীর যৌথ চেষ্টায় ১০ কোটি টাকার গাঁজা উদ্ধার করল৷ গতকাল মধ্যরাতে এই অভিযানে বড় সাফল্য পেল পুলিশ বাহিনী৷ সুতারমুড়া, তকতমা এবং গগন সর্দার পাড়ার জঙ্গলাকীর্ণ বনে চাষীরা গাঁজা গাছ কেটে শুকানোর জন্য জমিতে বিছিয়ে রেখেছিল৷ তবে দুএকদিনের মধ্যেই গাছ থেকে ছাটাই করে গাঁজা গুলো আলাদা করে ঝাড়াই বাছাই শুরু করে ঘরে তোলার কথা৷ এই ফসল আর ঘরে তোলা হল না৷ চাষীদের স্বপ্ণ ভেঙ্গে যায়৷ গাঁজা চাষীরা বর্হিরাজ্যের ব্যাপারীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে রেখেছে বলে জানা গেছে৷ অভিযানে সব গাঁজা গাছগুলো একসঙ্গে স্তূপ বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ পাশাপাশি বস্তা ভর্তি ২৫০ কেজি শুকনো গাঁজা নিয়ে আসে পুলিশ বাহিনী৷ সব মিলিয়ে প্রায় ১০ কোটি টাকার গাঁজা হবে বলে জানান পুলিশ আধিকারিক প্রবীর পাল৷ আগামীদিনেও এই অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে৷
2017-02-08