নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ পুকুর চুরি আটকাতে ময়দানে নেমেছে পুর নিগম৷ রাজধানী আগরতলার ৫টি
![সোমবার আগরতলায় নির্মীয়মান মার্কেট স্টল পরিদর্শন করেন নগরোন্নয়ন মন্ত্রী মানিক দে৷ নিজস্ব ছবি৷](https://jagarantripura.com/wp-content/uploads/2017/02/Manik-UD-300x200.jpg)
পুকুরের জায়গা দখল হয়ে যাচ্ছে দেখে পুর নিগমের তরফে দখলদারদের নোটিশ পাঠানো হয়েছে৷ অবিলম্বে তাদের জায়গা ছাড়তে হবে, অন্যথা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন নগরোন্নয়নমন্ত্রী মানিক দে৷ সোমবার মহাকরণে এবিষয়ে তিনি জানান, মুক্তাপুকুর, নাজিরপুকুর, মাঙ্গলিক, ডিমসাগর এলাকার একটি পুকুর এবং নজরুল ছাত্রাবাসের পেছনেস্থিত পুকুর দখল হয়ে যাচ্ছে৷ বিষয়টি এখন গুরুত্বসহকারে দেখা হচ্ছে৷ তিনি জানান, দখলদারদের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়েছে৷ দখলকৃত পুকুর উদ্ধার করা হবেই বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন৷ এদিকে, সোমবার ওরিয়েন্ট চৌমুহনীস্থিত মার্কেট স্টলগুলি পরিদর্শন করেছেন নগরোন্নয়নমন্ত্রী৷ এবিষয়ে তিনি জানান, মার্কেটটির নিচুতলার ৬৪টি স্টলের কাজ অধিকাংশই সমাপ্ত হয়েছে৷ দু-তিনটিস্টলের সামান্য কাজ বাকি রয়েছে৷ আগামী সোমবার পুর নিগমের হাতে এই মার্কেটের সবকটি স্টলের চাবি তুলে দেওয়া হবে৷ মার্কেটটির উপর তলায় ৭৫টি স্টল নির্মীয়মাণ৷ এই স্টলগুলির কাজও শীঘ্রই সমাপ্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷ এদিন, তিনি জানান ওরিয়েন্ট চৌমুহনী সংলগ্ণ ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে৷ তাদের অনুরোধ জানানো হয়েছে, স্টলগুলি যেহেতু তৈরি আছে তারা যেন শীঘ্রই স্থানান্তর করে নেন৷ এদিকে, শিশু উদ্যানে মুক্তমঞ্চের কাজ শুরু হয়েছে৷ মাঠে সবুজ ঘাস লাগানো হবে৷ আগামী এপ্রিল মাসের মধ্যে মুক্তমঞ্চের কাজ সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ মুক্তমঞ্চ এবং তার পাশের মাঠের কাজ সহ অন্যান্য সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলে রাজপথ দখল করে সভা সমাবেশ করার কোন প্রয়োজনীয়তা পড়বে না রাজনৈতিক দলগুলির৷ এই শিশু উদ্যানেই বিরাট সভা সমাবেশ করা সম্ভব হবে৷ তাতে, রাজপথ অবরোদ্ধ হবে না৷ এদিন তিনি, কুমারী টিলাস্থিত খাল এবং রাধানগর আবাসনের পাশে নির্মীয়মাণ মার্কেটস্টলের কাজ পরিদর্শন করেছেন৷