কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বাংলাদেশ টেস্টের আগে রবিবার জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। সম্প্রতি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারালেও, আসন্ন টেস্টে বাংলাদেশকে তাঁরা মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না বলে জানিয়ে দিলেন ঋদ্ধি। তাঁর মতে, বাংলাদেশ খাতায়-কলমে সহজ প্রতিপক্ষ। কিন্তু মাঠে নামার আগে আমরা ওদের খাটো করে দেখতে পারি না। কারণ, নির্দিষ্ট দিনের পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করে। আমাদের পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে।’
বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট। বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্টের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলবে ভারত। তবে এখন বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দিকেই মন দিচ্ছেন বলে জানিয়ে ঋদ্ধি বলেন, অস্ট্রেলিয়া এখানে আসার পরেই ওদের নিয়ে ভাবব।
2017-02-05