নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ মেডিক্যালে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা আগামী ৭ মার্চ সারা দেশে অনুষ্ঠিত হবে৷ ইংরেজি সহ বিভিন্ন ভাষায় এবছর থেকে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা৷ এক্ষেত্রে রাজ্যের পরীক্ষার্থীদের জন্য কিছুটা সমস্যা দেখা দিয়েছে৷ সূচী অনুযায়ী বাংলায় পরীক্ষা দিতে গেলে রাজ্যের পরীক্ষার্থীদের কলকাতা, শিলিগুড়ি কিংবা দূর্গাপুরে গিয়ে পরীক্ষা দিতে হবে৷ রাজ্যে কেবলমাত্র ইংরেজি এবং হিন্দিতে পরীক্ষা দেওয়া সম্ভব হবে৷
মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় স্বাস্থ্যমন্ত্রক নির্দিষ্ট কিছু বিধি আরোপ করেছে৷ প্রত্যেক ছাত্র ছাত্রী সর্বোচ্চ তিনবার পরীক্ষায় বসতে পারবেন৷ কিন্তু ইতিমধ্যে যারা এআইপিএমটি অথবা এনইইটি পরীক্ষা দিয়েছেন তারা এবছর অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে না৷ বয়সসীমার ক্ষেত্রে সাধারণ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ বছর৷ সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য ৫ বছর ছাড় দেওয়া হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রক মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)’র সাথে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে৷
এবছর থেকে মেডিক্যাল ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীরা হিন্দি, ইংরেজি, গুজরাতি, মারাঠি, ওড়িয়া, বাংলা, অসমিয়া, তেলেগু, তামিল এবং কন্নড় ভাষায় পরীক্ষা দিতে পারবেন৷
এদিকে, অভিন্ন প্রবেশিকা পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ৮ জুন৷ গত গত ৩১ জানুয়ারি থেকে পরীক্ষার অনলাইনে ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে৷ চলবে ১ মার্চ পর্যন্ত৷ খুব সম্ভবত ১৫ এপ্রিল থেকে এডমিট কার্ড দেওয়া শুরু হবে৷
এদিকে, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য ত্রিপুরার কলেজগুলিতে মোট ১৮৬টি আসন বরাদ্দ করা হয়েছে৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজে ১০০টি আসন, আগরতলা সরকারি মেডিক্যাল কলেজে ১০০টির মধ্যে ৭৩টি আসন এবং রিমস-এ ১৩টি আসন বরাদ্দ রয়েছে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য৷ জানা গেছে, কৃতি তালিকা ঘোষণা হওয়ার পর জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কাউন্সিলিং শুরু হবে৷
2017-02-04