শ্রীনগর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি| নিহত দুই জঙ্গির নাম হল পারভেজ আহমদ এবং উমর গাজী| তবে দুঃখের খবর হল, এই ঘটনায় জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী| তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পায় বারামুল্লা জেলার সোপোরে এলাকার অমরগঢ় গ্রামে লুকিয়ে রয়েছে সন্দেহভাজন জঙ্গিরা| গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী| বারামুল্লা জেলার পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল|
এই ঘটনায় জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী| তঁাদের মধ্যে এক জন হলেন সাব ইন্সপেক্টর| দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে|