ভোপাল ও কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): বঁাকুড়ার আকাঙ্খা শর্মা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়| প্রেমিকা খুনে অভিযুক্ত উদয়ন দাসকে জেরা করে তদন্তকারী জানতে পেরেছন, শুধু আকাঙ্খাই নয়, নিজের বাবা-মাকেও খুক করেছিল সে| ২০১০-১১ সালের মধ্যে নিজের বাবা-মাকে খুন করে উদয়ন| জেরায় উদয়ন জানিয়েছে, ছত্তিশগড়ের রায়পুরে বাবা-মাকে খুন করে বাগানে পুঁতে দেয় সে| তবে, উদয়নের বয়ানে কতটা সত্যতা আছে তা খতিয়ে দেখতে উদয়নকে নিয়ে রায়পুর যাচ্ছে পুলিশের একটি দল| সেখানেই ঠিক কোথায় মৃতদেহ দু’টি পুঁতে রাখা হয়েছিল, তা দেখে দেহের অবশিষ্টাংশ উদ্ধারের চেষ্টা করা হবে|
তদন্তকারীরা মনে করছেন, উদয়নের মধ্যে মানসিক বিকার থাকতে পারে| কারণ, প্রেমিকা আকাঙ্খাকে খুন করার পর তঁার মৃতদেহ পুঁতে সেখানে বেদি তৈরি করে ঠাকুরের ছবি বসিয়ে পুজাচর্না শুরু করেছিল সে|