ওডিশার কেন্দ্রাপাড়ায় এটিএম ভেঙে লুঠ নগদ টাকা, তদন্ত শুরু করেছে পুলিশ

Odisha Police copyকেন্দ্রাপাড়া (ওডিশা), ৪ ফেব্রুয়ারি (হি.স.): ওডিশার কেন্দ্রাপাড়ায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র এটিএম ভেঙে নগদ টাকা লুঠ করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কেন্দ্রাপাড়ার ছাত্তা চৌক এলাকায়| ডেরাবিশ থানার পুলিশ ইন্সপেক্টর ঊমাকান্ত নায়েক জানিয়েছেন, শনিবার ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ গ্যাস কাটার দিয়ে এটিএম ভেঙে নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা| তবে, কত টাকা লুঠ হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ|

এটিএম-এর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *