উন্নয়নের স্বার্থে ভোট দিন বিজেপিকে, মথুরাবাসীর কাছে আর্জি হেমা মালিনীর

hema maliniমথুরা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): মথুরা সহ গোটা উত্তরপ্রদেশের উন্নয়ণের জন্য বিপুল ভোটে জয়ী করুন ভারতীয় জনতা পার্টিকে| কারণ, মথুরার উন্নয়ণে ব্যঘাত সৃষ্টি করছে সমাজবাদী পার্টি| শনিবার মথুরাবাসীর উদ্দেশ্যে এমনই আর্জি রাখলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী| দলীর প্রার্থীর সমর্থণে এদিন মাট এবং বালদেব বিধানসভা আসনে জনসভা করেন হেমা মালিনী| জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির অভিনেত্রী সাংসদ হেমা বলেছেন, `কেন্দ্র এবং রাজ্যে একই দল ক্ষমতায় থাকলে উন্নয়ন ও সমন্বয় উত্সাহিত হবে| তাই, আমার অনুরোধ ভোট দিন বিজেপিকে|’ এরপরই সমাজবাদী পার্টির উদ্দেশে বিষোদগার করে হেমা মালিনী বলেছেন,`উন্নয়নমূলক কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ| কিন্তু সমাজবাদী পার্টির সরকার আমাদের সহায়তা করছে না|’

উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ৭ দফায় বিধানসভা ভোট উত্তরপ্রদেশে| এই মুহূর্তে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *