পুলিশ অফিসার সেজে তোল্লা আদায়, মধুপুরে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২ ফেব্রুয়ারি৷৷ মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ মধুপুর বাজার থেকে পুলিশ অফিসারের

প্রতারক সমরজিৎ চৌধুরী
প্রতারক সমরজিৎ চৌধুরী

পোশাক পরা এক যুবককে গ্রেপ্তার করল মধুপুর থানার পুলিশ৷ ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভার  এলাকার মধুপুর থানার অধীন৷  জানা যায়, সমরজিৎ চৌধুরী (৩০) নামে যুবক৷ বাড়ি কাঞ্চনমালা এলাকাতে৷ বাবা নারায়ণ চৌধুরী৷ সমরজিৎ  নামে যুবকটি নকল ওসির পোশাক পড়ে মধুপুর বাজারে ঘোরাফেরা করছিল৷ তখন মধুপুর থানার কনস্টেবলরা তাকে দেখে  সেলুট দেয়৷ পরে জানতে পারে যেও নকল পুলিশের পোশাক পড়ে আছে৷ তখন তাকে জিজ্ঞাসাবাদ করে৷ মধুপুর থানায় নিয়ে গিয়ে তাকে লকাপে আটক করে রাখে৷ তার কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে এই যুবক নকল পুলিশের পোশাকে এলাকার মাফিয়াদের সঙ্গে মিলে এলাকা থেকে তোল্লাবাজি করছে৷  জানা যায়, এলাকার গাঁজা চাষিদের কাছ থেকে পুলিশের নাম করে এই নকল পুলিশ অফিসার গাঁজা চাষিদের কাছ থেকে রফা তুলতে বলে৷ অভিযোগ জানা যায় এলাকাবাসী বিভিন্নভাবে এলাকার লোকদের  কাছ থেকে তোল্লাবাজি করত বলে জানা যায়৷ সে তোল্লাবাজি টাকা তুলে মাফিয়াদের সাথে মিলে ভাগ বাটোয়ারা করে নিত বলে জানা যায়৷ এলাকাবাসীর কাছ থেকে মঙ্গলবার রাত সাড়ে আটটায় তাকে গ্রেপ্তার  করা হয়৷ বুধবার দিন সকালে নকল পুলিশ অফিসারকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল নিয়ে যাওয়া হয়৷ পরে বুধবার দিন ২টা নাগাদ নকল পুলিশের পোশাক পরা যুবক সমরজিৎ চৌধুরীকে মহকুমার আদালতে  নিয়ে যাওয়া হয়৷ তার বিরুদ্ধে পিআর নম্বর-৮৩ তারিখ -৩১-০১-২০১৭ ইউ/সি ৮৫ অ্যাক্ট ধারা মামলা করা হয়৷ এই ঘটনা নিয়ে গোটা এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷