ওয়েলিংটন, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : চ্যাপেল-হ্যাডলি সিরিজ নিশ্চিতের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লেগস্পিনার ইশ শোধিকে দলে ডাকল নিউজিল্যান্ড| আগামী রবিবার হ্যামিল্টনের সেডন পাকে র্ তৃতীয় তথা শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল| সিরিজে ১-০ তে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা| ভেজা আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি| তাই সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড দলে ডেকে নিল ফর্মে থাকা লেগস্পিনারকে|
সম্প্রতি অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশের ষষ্ঠ আসরে সাফল্য পেয়েছেন ২৪ বছর বয়সী শোধি| দুর্দান্ত বোলিংয়ে নির্বাচকদের নজর কাড়েন| গত ১৮ জানুয়ারির ম্যাচটিতে গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের বিপক্ষে ১১ রানের বিনিময়ে একাই ছয়টি উইকেট দখল করেন| যা তাঁর জন্য ফের জাতীয় দলের দরজা খুলে দিল|
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ভারত সফরের পর থেকে কিউইদের ওয়ানডে দলের বাইরে কিউইদের জার্সিতে এখন পর্যন্ত ১৪ টেস্ট, ১৩ ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা স্পিনার শোধি| তিন ফরমেটে তার উইকেট যথাক্রমে ৩৮, ১৩, ২১| এর আগে ২০১৬ সালে ফেব্রুয়ারিতেই অজিদের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআইতে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন শোধি| আবারো একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ১৩টি ওয়ানডে খেলা এ ডানহাতি বোলার|
2017-02-03

