চার জায়গায় যান সন্ত্রাসে গুরুতর জখম এগারজন, মৃত্যুর সঙ্গে লড়ছে তিন শিশু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ বুধবার সকালে চড়িলামের পুরানবাড়ি এলাকায় মারুতিভ্যান উল্টে

চড়িলামের পুরাণবাড়িতে দূর্ঘটনাগ্রস্ত মারুতী ভ্যান৷ ছবি নিজস্ব৷
চড়িলামের পুরাণবাড়িতে দূর্ঘটনাগ্রস্ত মারুতী ভ্যান৷ ছবি নিজস্ব৷

গুরুতর জখম হয়েছে গাড়িতে থাকা আটজন যাত্রী৷ আগরতলা থেকে আসা মারুতি টিআর০৮-জে০৪৩৯ নম্বরের মারুতি ভ্যান উল্টে যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ ও দমকলবাহিনীর জওয়ানরা৷ পুলিশ আসার পূর্বেই এলাকাবাসীর সহায়তায় অক্লান্ত চেষ্টায় আহত যাত্রীদের গাড়ির দরজা ভেঙ্গে বের করে হাসপাতালে চিকিৎসার জন্য পাটিয়ে দেওয়া হয়েছে৷ তবে এই দুর্ঘটনায় মূল কারণ হচ্ছে এনএইচ-৪৪ কাজের ফলে৷ প্রতিনিয়ত চড়িলাম এলাকাজুড়ে দুর্ঘটনা ঘটছে৷ রাস্তার বেহাল দশা ধুলো বালিতে রাস্তার অন্ধকার হয়ে যায়৷ দপ্তরের কর্মচারীদের এবিষয়ে বহুবার জানানো হয়েছে অন্তত রাস্তায় যে গাড়ি করে জল এনে রাস্তায় ছিটিয়ে দেওয়া হয়৷
এদিকে, বৃহস্পতিবার খুমুলুঙয়ে স্থানীয় সুকলের সপ্তম শ্রেণীর ছাত্রী লাছাই দেববর্মা (১৩) রাস্তা অতিক্রম করার সময় একটি টাটা এসিই গাড়ী তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ রাস্তার উপর ছিটকে পড়ে যায় লাছাই৷ তাকে জিরানীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ বর্তমানে তার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে৷ এদিকে, জিরানীয়া থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে৷ একটি মামলা রুজু করা হয়েছে৷ অন্যদিকে, আনন্দনগরে পদ্মমোহন পাড়ায় এগার বছরের একটি শিশুকন্যাকে একটি দ্রুতগামী বাইক ধাক্কা দেয়৷ বাইকটির নম্বর টিআর-০১-কিও-৫৩৯৮৷ বাইকটি শিল্পা দেববর্মা নামের ও শিশুকে ধাক্কা দেয়৷ তাতে সে গুরুতর আহত হয়৷ তাকেও জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তাছাড়া আরও একটি দূর্ঘটনা ঘটেছে জিরানীয়া কলাবাগান এলাকায়৷ সেখানেও ছয় বছরের এক শিশুকে একটি বাইক ধাক্কা দেয়৷ শিশুটির নাম সবিতা কুমারী৷ বাবার নাম জয়ন্ত চৌহান৷ বাড়ি বিহারে৷ জাতীয় সড়কের উপর শিশুটিকে ধাক্কা য়ে বিশ্বজিৎ দেববর্মার বাইকটি৷ গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে জিরানীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ তার অবস্থাও সংকটজনক বলে জানা গিয়েছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ বাইকটি আটক করা হয়েছে৷