এবার কুয়েতে প্রবেশ নিষিদ্ধ সিরিয়া-ইরাক-ইরান পাকিস্তান-আফগানিস্তানের নাগরিকদের

kuwaitকুয়েত সিটি, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ট্রাম্পের আমেরিকার পর এবার কুয়েতে প্রবেশ করতে পারবেন না সিরিয়া, ইরাক ও ইরানের নাগরিকরা| এই তিনটি দেশের পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদেরও ভিসা প্রদান নিষিদ্ধ করল কুয়েত| কুয়েত সরকারের পক্ষ থেকে সিরিয়া, ইরাক, ইরান, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের ভিসার আর্জি না জানাতে বলা হয়েছে| চরমপন্থী জঙ্গিরা যাতে কুয়েতে ঢুকতে না পারে, সেজন্যই এই নিষেধাজ্ঞা বলে সে দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে| তবে সিরিয়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি রয়েছে ২০১১ সাল থেকেই| সমস্ত সিরিয়দের ভিসা স্থগিত করেছিল কুয়েত সিটি|
এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাতটি মুসলিম অধু্যষিত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছিলেন| ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, ১২০ দিন পর‌্যন্ত সমস্ত শরণার্থী ও ৯০ দিন পর‌্যন্ত মুসলিম প্রধান সাত দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না| এই দেশগুলো হলো ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেন| এরপরই জারি হল কুয়েতি নিষেধাজ্ঞা|