নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকল্প রূপায়ণে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাজে সন্তোষ প্রকাশ করেছে৷ এক প্রতিবেদনে কেন্দ্রীয় আবাসন এবং নগর গরিবি হ্রাসকরণমন্ত্রক উল্লেখ করেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা রূপায়ণে ত্রিপুরা মডেল রাজ্য হিসেবে চিহ্ণিত হয়েছে৷ সুবিধাভোগী চিহ্ণিতকরণ থেকে শুরু করে জিও ট্যাগিং সহ সমস্ত প্রক্রিয়ায় ত্রিপুরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে৷ বৃহস্পতিবার মহাকরণে কেন্দ্রের কাছ থেকে প্রশংসা পাওয়ার বিষয়টি জানিয়েছেন নগরোন্নয়নমন্ত্রী মানিক দে৷
এদিন তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় জোরকদমে কাজ চলছে৷ এখন পর্যন্ত ১৫ হাজার ৬০৫টি বাড়ি জিওট্যাগিং হয়ে গেছে৷ এর মধ্যে ১৩ হাজার ১৮৯ টি বাড়ির অনুমোদন মিলেছে৷ এগুলির মধ্যে ৯ হাজার ১৫২টি বাড়ির জন্য সুবিধাভোগীদের একাউন্টে টাকা ঢুকেছে৷ তিনি জানান, এখন পর্যন্ত ৩০ কোটি ৪৭ লক্ষ ৬১ হাজার ৬০০ টাকা সুবিধাভোগীদের একাউন্টে ঢুকেছে৷ খুব শীঘ্রই আরো বাড়ির জন্য সুবিধাভোগীদের একাউন্টে টাকা ঢুকবে৷
এদিন তিনি জানিয়েছেন, বিভিন্ন নগর এলাকাগুলির মধ্যে সব বাড়ির জিও ট্যাগিং সম্পন্ন হয়নি৷ এবিষয়ে তিনি জানান, আমবাসায় ২ হাজার ১৩৩ টি বাড়ির মধ্যে ৫৩১, কমলপুরে ৯৫৮টি বাড়ির মধ্যে ৪০১টি, অমরপুরে ১১৩৫টি বাড়ির মধ্যে ১৮১টি, উদয়পুরে ১৭৬২ টি বাড়ির মধ্যে ৭২৮টি, খোয়াইতে ৮১১ টি বাড়ির মধ্যে ১০৭টি, তেলিয়ামুড়ায় ১৬২৫ টি বাড়ির মধ্যে ৪৩৫টি, ধর্মনগরে ১৫৮৭টি বাড়ির মধ্যে ৩৬১টি, পানিসাগরে ৪৯৮টি বাড়ির মধ্যে ৪৭৭টি, বিশালগড়ে ১০৫৬টি বাড়ির মধ্যে ৮৫১টি, মেলাঘরে ১৬১৯টি বাড়ির মধ্যে ১৩১০টি, সোনামুড়ায় ১১১৫টি বাড়ির মধ্যে ১০৪৯টি, বিলোনিয়ায় ১৬৭২টি বাড়ির মধ্যে ৬৭৭টি, সাব্রুমে ৫৬০টি বাড়ির মধ্যে ৩১২টি, শান্তিরবাজারে ১০৬৭টি বাড়ির মধ্যে ১০২টি, কৈলাসহরে ৩০৭৬টি বাড়ির মধ্যে ৩৬৮টি, কুমারঘাটে ১০২৮টি বাড়ির মধ্যে ৪৯২টি, জিরানিয়ায় ১০৯৪টি বাড়ির মধ্যে ৮৫০টি, মোহনপুরে ১৮৯১টি বাড়ির মধ্যে ৫৭৯টি, রাণীরবাজারে ৬৬৯ টি বাড়ির মধ্যে ৪০০টি এবং আগরতলায় ১৬ হাজার ৩১৯টি বাড়ির মধ্যে ৫১৯৫টি বাড়ি জিও ট্যাগিং সম্পন্ন হয়েছে৷
প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাথমিক পর্যায়ে মোট ৪২ হাজার ৮৭৬টি বাড়ি নির্মাণ হবে৷ সে অনুযায়ী, কাজ শুরু হয়েছে৷ কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে ১লক্ষ ৫০ হাজার টাকা ঘর প্রতি সুবিধা ভোগীদের হাতে তুলে দেবে৷ রাজ্যের অংশ হিসেবে ১৬ হাজার ৬৬৬ টাকা সুবিধাভোগীদের দেবে রাজ্য সরকার৷ এই প্রকল্পে ঘর বানাতে মোট ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৭১ হাজার টাকা৷
2017-02-03

