নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির ফোরামের অস্তিত্ব ৮ ফেব্রুয়ারি পর্যন্ত৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান, আইপিএফটি নেতা বুধু দেববর্মা৷ এদিন তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলেন, ৮ ফেব্রুয়ারি এডিসি বন্ধে কোন যানবাহন রাস্তায় বেরুলে ক্ষয়ক্ষতি হলে আইপিএফটি এর দায় নেবে না৷ তাই তিনি সকলকেই বন্ধের সমর্থনে যানবাহন নিয়ে রাস্তায় না বেরুতে অনুরোধ জানিয়েছেন৷
বুধুবাবু বলেন, তিপ্রাল্যান্ডের দাবি এবং নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় ৮ ফেব্রুয়ারি এডিসি বন্ধ ডেকেছে আইপিএফটি৷ ঐ বন্ধে আইএনপিটি এবং এনসিটি সমর্থন করেছে৷
2017-02-03

