নয়াদিল্লি ও মুম্বই, ১ ফেব্রুয়ারি (হি.স.): বুধবার সংসদে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরেই বেশ চাঙ্গা হল শেয়ার বাজার| বাজেট শেষে সেনসেক্স বাড়ে ৩০০ পয়েন্ট এবং নিফটি বাড়ে ৮০ পয়েন্ট| এদিন ডলারের তুলনায় বাড়ল টাকার দামও| ২৪ পয়সা দাম বেড়ে ১ ডলারের তুলনায় টাকার দাম গিয়ে দঁাড়ায় ৬৭.৬৩ টাকায়|
বুধবার বাজেট পেশ হওয়ার পর লাভবান হয়েছে স্মলক্যাপ এবং মিডক্যাপ শেয়ারগুলি| আইটি থেকে ব্যাঙ্কিং কিংবা এফএমসিজি সব ক্ষেত্রে চোখে পড়েছে বৃদ্ধির হার| তবে এদিন কমেছে সোনার দাম| ১০ গ্রাম পাকা সোনার দাম ৮৭ টাকা পড়ে এসে দঁাড়ায় ২৮.৭০৫ টাকায়|