নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ জানুয়ারি৷৷ তেলিয়ামুড়া থানাধীন চাপ্লাই এর নয়নপুর গ্রামে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে আছে গোটা এলাকায়৷ তবে এটা কি হত্যা না আত্মহত্যা, না নেশাগ্রস্ত হয়ে পুকুরের জলে তলিয়ে যায় যুবকটি তা নিয়ে ক্রমাগত রহস্যের সৃষ্টি হচ্ছে গোটা এলাকায়৷
ঘটনায় জানা যায়, এই এলাকার পেশায় গৃহশিক্ষক প্রণব মজুমদার(৩৭) গত কাল রাত্রে নয়টা নাগাদ ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি৷ রাত ৩টে নাগাদ তার স্ত্রী ঘরে ফেরেনি৷ রাত ৩টে নাগাদ তার স্ত্রী ঘরে না ফেরায় আত্মীয়স্বজনদের ডেকে খঁুজতে থাকে৷ সকাল আটটা পর্যন্ত খঁুজে না পাওয়ায় চিন্তিত গোটা পরিবার৷ এরই মধ্যে এলাকাবাসী বাড়ির পাশে অবস্থানরত পুুকুরে কিছু একটি পড়ে আছে দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে তারা এসে জলে তলিয়ে থাকা যুবককে চিনতে পারে৷ খবর দেওয়া হয় পুলিশ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে৷ ময়না তদন্তের পর মৃদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ একটি সাধারণ মামলা নিয়ে ঘটনার তদন্ত চালাচ্ছে৷
2017-02-01