BRAKING NEWS

এখনও হদিশ নেই ৩১ পর্যটক নিয়ে মালয়েশিয়ার উপকূল থেকে নিখোঁজ ক্যাটাম্যারান-এর

mapkualalumpurকুয়ালালামপুর, ২৯ জানুয়ারি (হি.স.) : এখনও হদিশ নেই মালয়েশিয়ার উপকূল থেকে নিখোঁজ ক্যাটাম্যারান-এর । শনিবার সকালে ৩১ পর্যটক নিয়ে মালয়েশিয়ার উপকূল থেকে নিখোঁজ হয়ে যায় ওই হাই স্পিড বোটটি। বোটটির হদিশ পেতে তল্লাশি অভিযান শুরু করেছে মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী।অাছে নৌবাহিনীও । তবে খারাপ আবহাওয়ার জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
মালয়েশিয়া উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, শনিবার সকাল ৯টা নাগাদ ৩১ ২৮ জন চিনা পর্যটক ও তিনজন কর্মী নিয়ে মালয়েশিয়ার সাবা রাজ্যের মূল শহর কোটা কিনাবালু থেকে জনপ্রিয় পুলাউ মেঙ্গালুম দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছিল ক্যাটাম্যারান। কোটা কিনাবালু থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে পুলাউ মেঙ্গালুম দ্বীপ অবস্থিত। জাহাজ ঘাট ছাড়ার কিছুক্ষণ পরই পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রায় ১২ ঘণ্টা পর, গতকাল রাত সোয়া ৯টা নাগাদ উপকূল কর্তৃপক্ষকে ফোন করে নৌকার মালিক। জানায় ১২ ঘণ্টা কেটে গেলেও, এখনও মেঙ্গালুম দ্বীপে পৌঁছতে পারেননি তাঁরা। তারপর থেকে বোটটির সঙ্গে যোগাযোগ করা যায়নি। শনিবার রাত থেকেই তল্লাশি শুরু করে মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী। নিখোঁজ বোটটি খুঁজতে রাত সোয়া ১০টা নাগাদ উপকূলবাহিনীর নজরদারি বোট কিলাত–৩৬ নামানো হয়। পরে কিলাত–৩৯ এবং কেএম বেরানি নামের একটি জাহাজও তল্লাশি অভিযানে যোগ দেয়। তল্লাশি অভিযানে যোগ দিয়েছে দেশের নৌবাহিনীও।তবে খারাপ আবহাওয়ার জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *