BRAKING NEWS

আগ্ণেয়াস্ত্রের রমরমা চোরাচালান রাজ্যে, চুড়াইবাড়িতে পিস্তলসহ নেশাসামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জানুয়ারী৷৷ চুড়াইবাড়ি থানার নব্য  আসা ওসি বিজয় সেনের  এক বড়সড় সাফল্য৷ ওসির

উদ্ধার করা পিস্তল ও নেশা সামগ্রী৷ চুড়াইবাড়ি থানায় তোলা নিজস্ব ছবি৷
উদ্ধার করা পিস্তল ও নেশা সামগ্রী৷ চুড়াইবাড়ি থানায় তোলা নিজস্ব ছবি৷

নেতৃত্বে চুড়াইবাড়ি এলাকায় এক অভিযান চালিয়ে একটি ৯ এম এম পিস্তল এবং ৪৮০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে৷ গতকাল মাঝরাতে চুড়াইবাড়ি থানা এলাকা থেকে চুড়াইবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে একটি ৯এমএম পিস্তল সহ ৪৮০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ  উদ্ধার করতে সক্ষম হয়৷ পুলিশ সূত্রে জানা যায়,  চুড়াইবাড়ি থানাধীন আফতাব আলি নামের এক ব্যক্তির বাড়ি থেকে গোপন সূত্রের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার ওসি বিজয় সেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে এগুলি উদ্ধার করতে সক্ষম হন৷  এই অভিযানের সময় ওসির সাথে ছিলেন ধর্মনগর মহকুমার এসডিপিও জ্যোতিষ্মান দাস চৌধুরী,  চুড়াইবাড়ি থানার এস আই কমলেন্দু ধর, জ্যোতিষ চন্দ্র দাস সহ বিশাল পুলিশ বাহিনী৷ যদিও কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ উদ্ধার হওয়া নেশাজাতীয় কফ সিরাপের বাজার মূল্য  দুই লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন থানার ওসি বিজয় সেন৷ তিনি আরো জানান পিস্তলের সাথে কোন গুলি পাওয়া যায়নি৷ এই মর্মে চুড়াইবাড়ি থানার পুলিশ একটি মামলা রুজু করেছে৷ যার নম্বর ০২/২০১৭, ইউএস-২৫ আর্ম এক্ট৷ এই খবর চাউর হতেই গোটা চুড়াইবাড়ি এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে৷ প্রসঙ্গত, রাজ্যে আগ্ণেয়াস্ত্রের ব্যাপক চোরাচালান হচ্ছে বলে একটি সূত্রে জানা গিয়েছে৷ বহিঃরাজ্য থেকে তা আনা হচ্ছে৷  স্থানীয় কিছু চোরাচালনকারীর সাথে বহিঃরাজ্যের এজেন্টদের যোগাযোগ রয়েছে৷ তাদের হাত ধরেই রাজ্যে আনা হচ্ছে আগ্ণেয়াস্ত্র৷ পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য স্থানে তা চালান করে দেওয়া হয় বলে জানা গিয়েছে৷  প্রসঙ্গত, রাজ্যে বেআইনী আগ্ণেয়াস্ত্রের মজুত ঘিরে জনমনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিন আগ্ণেয়াস্ত্র উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে রাতে খবর লেখা পর্যন্ত কোন ক্লু পায়নি পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *